স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ইকরাম, হিয়ালা ও সাঙ্গর বাজারে জরিমানা করেছে ভোক্তার অধিকার সংরক্ষরণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ওই প্রতিষ্ঠানের সহকারি পরিচালক দেবানন্দ সিংহার নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বিড়িসহ বিভিন্ন খাদ্য ও পণ্য সামগ্রী বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান নিয়মিত চলবে তিনি জানান।