নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ”দৈনিক দেশের কন্ঠ” পত্রিকার ৪ পেরিয়ে ৫ বছরে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১১ জুন) বিকেলে উত্তরা ব্যাংকের নিচতলায় ওয়েডিং জোন অফিসে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, নির্বাহী সম্পাদক তোফাজ্জল হোসেন, এটি এম সালাম, এম. মুজিবুর রহমান, এম.এ মুহিত। সাবেক প্রেসক্লাব সভাপতি সাইফুল জাহান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, সাবেক সহসভাপতি আশাহীদ আলী আশা, প্রেসক্লাব সদস্য তছনু চৌধুরী, তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী, সাংবাদিক তাজুল ইসলাম, স্বপন রবি দাশ। বিশ্ব সংবাদ বিতানের এজেন্ট মশাহিদ আলী, মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক দেশের কন্ঠ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন। এ সময় বক্তারা বলেন, সাংবাদিক একটি দেশের বিবেক হিসেবে পরিচিত। নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সবাই দেশ তথা জাতির উন্নতি কল্পে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। বক্তারা সবাই দৈনিক দেশের কন্ঠ পত্রিকার উত্তর উত্তর সাফল্য কামনা করেন।