স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম এফবিসিসিআই এর পরিচালক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করেছে হবিগঞ্জ সদর উজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডবাসী। গতকাল বিকালে মাছুলিয়া ব্রীজের পূর্বপাড়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়। গ্রামের সর্দার শাহ আলম এর সভাপতিত্বে ও জাহির মিয়ার পরিচালায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুফতি ফজলুল হক, মাওলানা সেলিম উদ্দিন। বক্তব্য রাখেন মোঃ বারিক মিয়া, মোঃ সিদ্দিক আলী, রহমত আলী, মোঃ লাক্সু মিয়া প্রমূখ। এতে বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।