স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিশিষ্ট জুয়েলারি ব্যবসায়ী গোপাল বণিক (৬৮) ইহলোক ত্যাগ করেছেন। তিনি গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শহরের ঘাটিয়া এলাকার নিজ বাসায় মৃত্যুবরণ করেন। গতকাল শুক্রবার বেলা ১১টায় হবিগঞ্জ পৌর মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মৃত্যুকালে গোপাল বণিক স্ত্রী, ৩ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি স্বর্গীয় উপেন্দ্র বণিকের জ্যেষ্ঠ ছেলে ও গিরিবালা জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী ছিলেন। এদিকে, গোপাল বণিকের ছেলে লিটন বণিক, রিপন বণিক ও বিশাল বণিক তাদের পিতার বিদেহী আত্মার শান্তির জন্য সকলের আশীর্বাদ কামনা করেছেন।