মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ যানজটের শহরে পরিণত হয়েছে নবীগঞ্জ। নবীগঞ্জ পৌর শহরে প্রতিদিনই যানজটের ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও অসহায় মানুুষ। শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায় ৩ বছর ধরে নবীগঞ্জে ট্রাফিক পুলিশ থাকলে যানজট নিরসনে নেই কোন ভূমিকা। ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান নবীগঞ্জে যনিজটচ নিরসনে দায়িত্বরত রয়েছেন। অভিযোগ রয়েছে তিনি যানজট নিরসনের চেয়ে অন্যদিকে নজর দিয়েছেন বেশী। ফলে দিনের বেলা বড় বড় ট্রাক শহরে প্রবেশ করে। এতে যানজট লেগেই থাকে। শহরের প্রতিটি পয়েন্টে ব্যস্ত সময়গুলোতে যানজটের কারনে ভোগান্তিতে রয়েছেন নবীগঞ্জবাসীী।
এছাড়া শহরের বিভিন্ন স্থানে প্রধান রাস্তার উপর মালবাহী ট্রাক দাড় করিয়ে লোড-আনলোড করা হয় ধান-চালসহ বিভিন্ন পণ্য। রাস্তার উভয় পাশে দাড়িয়ে থাকে সিএনজি, অটো রিক্সাসহ ছোট বড় বিভিন্ন যানবাহন। এতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট, এতেই বাড়ছে ভোগান্তি। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের রহস্যজনক নিরব ভূমিকা নিয়েও সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এক পথচারী প্রতিবেদকে বলেন, তীব্র যানজটে গাড়ি নিয়ে যাওয়াত দুরের কথা পায়ে হেটেও যাওয়া কষ্টকর। যানজটে আটকা পড়া এক এ্যাম্বুলেন্স চালক বলেন, রোগী নিয়ে ঘন্টার পর ঘন্টা জামে আটকা থাকতে হয়। গাড়ির ভিতরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক রোগী। এ ব্যাপারে নবীগঞ্জে দায়িত্বরত ট্রাফিক সাজেন্ট মুস্তাফিজুর রহমানের সাথে কথা বলার জন্য বিভিন্ন পয়েন্ট ঘুরে কোন দেখা পাওয়া যায়নি। এবং মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন রিসিভ করেননি।