আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষন অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় লাখাই উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, থানার ওসি সাইদুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা শাহদাত হোসেন, মৎস কর্মকর্তা ইদ্রিস মিয়া তালুকদার, শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে, উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন সাদেক। ইউনিয়ন ভূমি কর্মকর্তা অরুন চন্দ্র পাল, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ লাখাইর সাধারন সম্পাকক আরমান হোসেন প্রমুখ। আলোচনায় ভূমি সেবা ডিজিটালাইজেশন ও ভূমি উন্নয়ন কর সেবার উপর গুরুত্ব আরোপ করা হয়। আলোচনা সভা শেষে প্রশিক্ষনে অংশ গ্রহনকারীদের প্রশিক্ষন প্রদান করা হয়।