স্টাফ রিপোর্টার ॥ গতকাল হবিগঞ্জ শহরে ৪টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে শহরের বাইপাস এলাকায় সাস্থ্যবিধি না মেনে ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যান চালনার দায়ে চালককে, চৌধুরীবাজার এলাকায় মূল্যতালিকা প্রদর্শন না করায় ১টি ব্যবসা প্রতিষ্ঠানকে এবং বাণিজ্যিক এলাকায় শাহপরান ও নাইম মেশিনারিজকে যথাযথ মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় সংক্রান্ত কাগজাদী উপস্থাপন করতে ব্যর্থ হওয়া ও মূল্যতালিকা প্রদর্শন না করায় অর্থদন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময়ে সহায়তা করেন বাজার কর্মকর্তা, হবিগঞ্জ ও পুলিশ সদস্যদের একটি দল।