স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপুরে মোজাম্মেল হক (১৮) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল রবিবার বিকেলে খেলার ছলে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর পায়নি। পরে ডোবায় তার মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে ওই গ্রামের করম আলীর একমাত্র শিশুপুত্র।