রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ফাইনালে চুনারুঘাট  পৌরসভা চ্যাম্পিয়ান

  • আপডেট টাইম শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩২৬ বা পড়া হয়েছে

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক অনূর্ধ্ব-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকাল ৪টায় পৌরসভার ডিসিপি হাই স্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, অফিসার ইনচার্জ আলী আশরাফ, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব -১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হয়। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার স্ব-স্ব টিমের অংশ গ্রহণের মধ্যে দিয়ে চুনারুঘাট পৌরসভা টিম ও ৩নং দেওরগাছ ইউনিয়নের মধ্যেকার ফাইনালটি অনুষ্ঠিত হয়। খেলা আয়োজক ও পরিচালনা কমিটিসহ অতিথিদের নিয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর। এ সময় তিনি সকল খেলোয়াড়দের উদ্দেশ্য বলেন, খেলা হচ্ছে মনের খোরাক। আমরা কোন রকম বিশৃঙ্খলা দেখতে চাই না। অত্যন্ত সুন্দর ভাবে খেলাটি সমাপ্তির পথে। আমরা আশা করি আমাদের সুন্দর খেলা উপহার দিবেন। প্রধান রেফারি ফেরদৌস আহমেদের বাঁশির হুইশেলের মধ্যে দিয়ে খুব উত্তেজনাপূর্ণ ভাবে খেলাটি অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট সময়ে কোন দলই গোল করতে না পারলে খেলাটি ট্রাইবেকারে সমাপ্তি টানা হয়। উভয় টিমের পাঁচ জন করে ট্রাইবেকার কিক করলে পৌরসভা টিমের গোল রক্ষক দেওরগাছ ইউনিয়নের পক্ষের খেলোয়াড়ের একটি কিক আটকাতে সক্ষম হোন। পরিশেষে ১- ০ গোলে পৌরসভা টিম বিজয় নিশ্চিত করে। পরবর্তীতে সমাপনী আলোচনা শেষে পৌরসভার খেলোয়াড় জার্নেলকে ম্যান অবদা ম্যাচ ও দেওরগাছ ইউনিয়নের খেলোয়াড় শাহিনকে ম্যান অবদা ট্রফি ও দেওরগাছ ইউনিয়নের টিম অধিনায়ক বিশাল কর্মকারের হাতে রানারআপ ট্রফি ও পৌরসভার টিম অধিনায়ক উমরানের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিগণ। সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবসময় খেলাধুলায় প্রশাসনিক সহযোগিতা করার আশ্বস্ত করেন। এ সময় উপস্থিত ছিলে দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান চৌধুরী শামসুন্নাহার, পৌর প্রকৌশলী আবু উবায়েদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, খেলা পরিচালনা কমিটির সদস্য আনোয়ার আলী, লুবন, রেফারি আব্দুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুলমিয়া খন্দকার মায়া, জালাল উদ্দিন কমিশনার, আব্দুল হান্নান কমিশনার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com