চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ও আমেরিকা প্রবাসী মিজানুর রহমান চৌধুরী শেফাজের পৃষ্ঠপোষকতায় মেধাবৃত্তি সনদপত্র ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে পৌর শহরের এনামূল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মাওলানা ইদ্রিছ আলীর সভাপতিত্বে ও সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, আব্দুল হাই চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, আব্দুল মতিন চৌধুরী, বিদ্যুৎ পাল, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অঞ্জন চন্দ্র রায়, অধ্যক্ষ আব্দুল মালেক, মাওলানা মোঃ মুখলিছুর রহমান, মানিক চন্দ্র দেব প্রমুখ। অনুষ্ঠানে ২৫৬জন শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।