নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (৩১ মে) নবীগঞ্জ উপজেলা পরিষদের সভা কক্ষে ১৬৬জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ১৬ লাখ ২০০শত টাকা বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীসহ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা সাকিল আহমেদ।