বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবিগঞ্জ হাসপাতালের নতুন ভবন ঝ্ুকিপূর্ণ

  • আপডেট টাইম সোমবার, ৩১ মে, ২০২১
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ১০০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করতে সরকার ৪৫ কোটি টাকা ব্যয়ে ৮তলা যে নতুন ভবন নির্মাণ করেছে সেটি ঝ্ুকিপূর্ণ। চালু হওয়ার আগেই নষ্ট হয়ে গেছে লিফট, ভেঙে পড়ছে দরজা-জানালা। ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া হবিগঞ্জে প্রতি শুক্রবার ও শনিবার ঢাকা থেকে যেসব ডাক্তার আসেন তাদের অধিকাংশই ভূয়া। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এসব তথ্য উঠে আসে। এ সময় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী কমিটি গঠন করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা জানান, হবিগঞ্জের মানুষকে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য জেলা আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নিত করা হয়েছে। এর জন্য ৪৫ কোটি টাকা ব্যায়ে ৮ তলা একটি ভবনও নির্মান করা হয়েছে। ২০১৭ সালের ২০ জুলাই ভবনটির উদ্বোধন করেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। উদ্বোধনের ৩ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত ভবনটি চালু হয়নি। যে কারণে নতুন ভবনের জন্য যেসব যন্ত্রাংশ কেনা হয়েছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া এই ভবনটি নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি হয়েছে। ভবনের লিফট নষ্ট হয়ে গেছে। দরজা জানালা ভেঙে পড়ছে। সভার অভিযোগগুলো শুনার পর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ‘হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালের ৮তলা নতুন ভবন নির্মাণে অনিয়নসহ সকল বিষয়ে কমিটি গঠন করে ব্যবস্থা নেয়া হবে। এতে যারাই জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য তাঁর বক্তব্যে বলেন-হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল কাগজে কলমে ২৫০ শয্যা হলেও মূলত কার্যক্রম চলছে ১০০ শয্যা হাসপাতালের লোকবল দিয়ে। ফলে হাসপাতালে আসা লোকজন তাদের কাড়িখত চিকিৎসা সেবা পাচ্ছেন না। তাছাড়া হাসপাতালের নতুন ভবণ মেডিকেল কলেজের কাজে ব্যবহৃত হওয়ায় হাসপাতালে আগত রোগীদের শয্যা সংকটে ভূগতে হয়। এছাড়া সামান্য আঘাতপ্রাপ্ত রোগীরা হাসপাতালে চিকিৎসার জন্য এলে তাদের ঢাকা সিলেট রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসকগণ। ফলে দরিদ্র রোগীদের পড়তে হয় চরম বিপাকে। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির দৃষ্টি কামনা করেন।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, সিভিল সার্জন ডাঃ কে এম মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, হাসপাতালের তত্ত্ব¡াবধায়ক ডাঃ হেলাল উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, আরএমও মমিন উদ্দিন, সৈয়দ কামরুল হাসান, অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, অনুপ কুমার দেব মনা প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com