স্টাফ রিপোর্টার ॥ শ্বশুড় বাড়ি দক্ষিণ তেঘরিয়া গ্রামে বেড়াতে এসে চুরির অভিযোগে জনতার হাতে আটক হয়ে সেবুল মিয়া এখন শ্রীঘরে। আটক সেবুল মিয়ার বাড়ি গোপায়া গ্রামের কালা মিয়ার ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-শনিবার দিবাগত রাতে দক্ষিণ তেঘরিয়া গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে হাসনা বানুর ঘর চুরি হয়। চোরেরা মোবাইল ও কিছু নগদ টাকাসহ কাপড় নিয়ে যায়। গতকাল সেবুল মিয়া দক্ষিণ তেঘরিয়া গ্রামে শ্বশুড় মুনজব আলীর বাড়িতে বেড়াতে আসে। এ সময় হাসনা বানু তাকে দেখে চিনে ফেলেন। সাথে সাথে লোকজনকে বিষয়টি জানান হাসনাবানু। পরে স্থানীয় লোকজন সেবুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।