স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা সহ এক যুবককে আটক করেছে। আটক যুবকের নাম জাহির মিয়া। সে শহরতলীর বড় বহুলা গ্রামের ছাবু মিয়ার ছেলে। গতকাল দুপুর ১২টার দিকে সদর থানা পুলিশ ছাবু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর তল্লাশি চালিয়ে ৮টি ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।