নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় এমরান চৌধুরী গুরুতর আহত হন। গত ২৬ মে রাতে ইনাতগঞ্জ ইউনিয়নের লামনির পাড় গ্রামে এই হামলার ঘটনাটি ঘটে। হামলায় ঘটনায় আহতের ভাই কামরান চৌধুরী নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামরির পাড় গ্রামের মৃত তাহির চৌধুরীর ছেলে কামরান চৌধুরী ও তার চাচা মৃত নজির চৌধুরর পুত্র খসরু চৌধুরীর সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে রিরোধ চলে আসছে। এর জের ধরে খসরু চৌধুরী ও তার ছেলে জাকারিয়া চৌধুরী, এহিয়া চৌধুরী পরিকল্পিত ভাবে কামরান চৌধুরীর ভাই এমরান চৌধুরীর উপর হামলা চালায়। গুরতর আহত অবস্থায় এমরান চৌধুরী আত্মরক্ষার্তে চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহন করব।