নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে গতকাল বিকেলে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মত-বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সভাপতি আজিজুর রহমান, আমন উদ্দিন, আশরাফ উদ্দিন, সালাহ উদ্দিন স্নাাই, হাকিম উদ্দিন, ফিরুজ আলম, খোরশেদ আলম, ছাত্রলীগ নেতা জামাল আহমদ সুমন, আব্দুল আজাদ শাহজাহান, আব্দুল্লাহ অপু, প্রমুখ। সভায় প্রধান অতিথির বতৃতায় অধ্যাপক মুজিবুর রহমান আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।