স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার আলীনগর বিট এলাকার একটি বাড়িতে মাজেদা আক্তার (২১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল ২৭ মে বৃহস্পতিবার সকাল ১০টায় মাজেদার স্বামীর বাড়ির বসত ঘরের ভীমের সাথে গলায় উড়না পেঁচিয়ে ঝুলে থাকা অবস্থায় তার অচেতন দেহ নামিয়ে আনেন ২ প্রতিবেশী। পরে মাথায় পানি ঢালার সময় বুঝতে পারেন তার মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের প্রাথমিক কাজ ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠান। তখন মাজেদার স্বামী সাইফুল ইসলাম পলাতক ছিলেন।