লন্ডন প্রতিনিধি ॥ গত ২৫শে মে মঙ্গলবার হবিগন্জ ইউথ এসোসিয়েশন ইউকের উদ্যোগে পূর্ব লন্ডের বাংলা টাউন ব্রিকলেন জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইউথ এসোসিয়েশন ইউকের সভাপতি চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, কভিড১৯ মহামারীতে ইংল্যান্ডের হবিগন্জ কমিউনিটির অনেকে মারা গিয়েছেন অনেকে এখনও ভূক্তভূগি।
এছাড়াও সংগঠনের আল আমিন মিয়া, শাহ ফয়েজ সহ অনেকেই গুরুতর অসুস্থ এবং হেলালের ভাই সম্প্রতি দেশে মারা গিয়েছে, যারা মারা গিয়েছেন তাদের রুহের মাগফেরাত এবং যারা অসুস্থ তাদের সুস্থতার জন্যই এই দোয়া মাহফিলের আয়োজন। উক্ত মিলাদে কমিউনিটি নেতা রহিম উদ্দিন, বাকী বিল্লাহ জালাল, এ রহমান অলি, মাহমুদুর রহমান রিয়াজ, শাহ জিয়াউর রহমান সহ বিপুল সংখ্যক হবিন্জবাসী ও মুসল্লিয়ান উপস্থিত ছিলেন।