লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলা প্রেসক্লাবের এক জরুরী সাধারণ সভায় প্রেসক্লাব সহ-সভাপতি উত্তম দেবকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে এক জরুরী সভাএ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় সভায় উত্তমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ও স্থানীয় দৈনিকে প্রকাশিত হওয়ায় ও সালিশ বৈঠকে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দোষি সাবস্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও স্থানীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ঐতিহ্যবাহী লাখাই উপজেলা প্রেসক্লাবের স্পষ্ট বক্তব্য কারো ব্যাক্তিগত অন্যায় অনিয়মের দায়ভার কোন ভাবেই প্রেসক্লাব বহন করবে না। বরং যে কোন অন্যায় অনিয়মের বিরুদ্ধে লাখাই উপজেলা প্রেসক্লাব সোচ্চার এবং প্রতিবাদী।