স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম।
গতকাল মঙ্গলবার দুপুরে পিডিবি’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে পৌর মেয়র আতাউর রহমান সেলিমসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের গাফিলতিকে দায়ী করে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের পাশাপাশি নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি করেন।