মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মিনা রানী সরকার (২৫) নামে এক সন্তানের জননীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন। মিনা উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের পুলেন্ড সরকারের স্ত্রী।
নিহতের স্বামীর পরিবারের দাবি মিনা রানী সরকার সোমবার সকালে সকলে অগোচরে বাড়ীর পাশে জাম্বুরা গাছে শাড়ী দিয়ে ফাঁস দেয়। মূর্মূষ অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত মিনার ভাই জেলার লাখাই উপজেলার আগাপুর গ্রামের নয়ন সরকারের ছেলে জানান ৭/৮ বছর আগে মিনাকে বিয়ে দেয়া হয়। বিয়ের কয়েক বছর পর থেকে নানা কারনে মিনাকে নির্যাতন করত। সন্তানের মুখের দিকে তাকিয়ে সে সব কিছু সহ্য করত। সোমবার ভোর ৫টার দিকে মিনার ফোন থেকে কল দিয়ে জানানো হয় সে ষ্টোক করেছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান-ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। রির্পোট আসলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।