স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পিকচার প্রণয়ন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের অফিসকক্ষে উন্মুক্ত লটারীর মাধ্যমে পিকচার প্রণয়ন সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, জেলা ক্রীড়া অফিসার মাজহারুল ইসলাম, জেলা রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ প্রমূখ।
প্রসঙ্গত, আগামী ৪ জুন থেকে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে দর্শকবিহীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা ((অনুর্ধ ১৭) খেলা অনুষ্ঠিত হবে।