বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ভাড়া নিয়ে সংঘর্ষ মহিলাসহ আহত অর্ধশতাধিক নবীগঞ্জে চাঞ্চল্যকর আবিদুর হত্যা মামলায় গ্রেফতার ৩ মাধবপুর-চুনারুঘাটে পৃথক মামলায় ৬ ব্যবসায়ীর দণ্ড আজমিরীগঞ্জে যুবলীগ নেতা রকি মিয়া ও স্বেচ্ছাসেবক লীগের নেতা জহিরুল সেন্টু আটক বানিয়াচংয়ে আন্নর আলী হত্যা মামলার ৩ আসামির রিমান্ড মঞ্জুর মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার শহরে ফুঁ পার্টির সদস্যের খপ্পরে পড়ে টাকা খোয়ালেন নবীগঞ্জের এক ব্যক্তি মাধবপুর উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারি আতিক গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় পানি বিশুদ্ধ করণ শোধনাগার উদ্বোধন বানিয়াচংয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু ॥ দুইজন গুরুতর আহত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট টাইম বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নজরুল ছিলেন বহুমাত্রিক গুণের অধিকারী। সাহিত্যের এমন কোন ক্ষেত্র নেই যেখানে নজরুল বিচরণ করেননি। জয় বাংলা শ্লোগানটিও নজরুলের একটি কবিতা থেকে নেয়া হয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় ছিলেন শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে। তারা দুজনেই ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তাই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে নজরুল ও বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করতে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মজয়ন্তী উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন ও নজরুল একাডেমি হবিগঞ্জের আয়োজনে বঙ্গবন্ধু ও নজরুল শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তাগণ এসব কথা বলেন। মঙ্গলবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। নজরুল একাডেমি হবিগঞ্জের সভাপতি কবি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী আব্দুল আউয়াল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমি হবিগঞ্জের সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব মমরাজ। আলোচনায় অংশ নেন নজরুল একাডেমি ঢাকার সাধারণ সম্পাদক গীতিকার মিন্টু রহমান, উপসচিব মোস্তফা মোর্শেদ, শিক্ষাবিদ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চৌধুরী, বার্ডের অবসরপ্রাপ্ত পরিচালক ডাঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ ও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, অধ্যক্ষ প্রফেসর আলী আজগর, প্রভাষক মিজানুর রহমান, বিশিষ্ট লেখক ও কবি আবু সালেহ, বিশিষ্ট লেখক আব্দুল আউয়াল তহবিলদার, আমজাদ হোসেন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com