স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খোয়াই মুখ এলাকায় দুঃসাহসিক চুরি হয়েছে। চোরের দল ওই দোকান থেকে ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। গত সোমবার রাতে কোনো এক সময় চোরের দল ওই এলাকার রাজ ভেরাইটিজ ষ্টোরে হানা দেয়। চোরের দল ওই দোকান থেকে নগদ ১০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। খবর পেয়ে চৌধুরী বাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মালামাল উদ্ধারের আশ্বাস দেয়। উল্লেখ্য, হবিগঞ্জ শহরে আরও বেশ কয়েকটি দোকানে চুরি সংঘটিত হয়েছে।