মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম ইকরাম মির্জার বাবা মোঃ নাজির মিয়া (৫৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল, সাবেক সহ-সভাপতি মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল সিনিয়র সহ-সভাপতি হাজী অলিউল্লাহ, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল রনি, সাবেক সভাপতি আব্দুল আজিজ, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইমরান। নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। সোমবার সকালে সিলেট উসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আছর নামাযবাদ উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর ও হবিবপুর গ্রামে দু’দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।