স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের রাখী গ্রামে ধান ভাঙ্গার মেশিনে এক কিশোরের হাত কাটা পড়ে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
জানা যায়, জাহিদ নামে ওই যুবক প্রতিদিনের ন্যায় গতকাল দুপুরে ধান ভাঙ্গার মেশিনে কাজ করছিল। এ সময় অসাবধানতা বশত তার হাত মেশিনের ভিতরে ঢুকে যায়। এতে হাতটি কেটে তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।