বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

দৈনিক প্রভাকর কার্যালয়ে নাশকতা ॥ থানায় জিডি ॥ প্রেসক্লাবের নিন্দা

  • আপডেট টাইম শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকাস্থ দৈনিক প্রভাকর কার্যালয়ে নাশকতা সংঘটিত হয়েছে। প্রভাকর কার্যালয়ের ভেতরে থানা প্রতিটি ড্রয়ার ভেঙে সংবাদসংক্রান্ত কাগজপত্র তছনছ করা হয়। এছাড়া অফিসের কিছু জিনিসপত্রও খোয়া গেছে। এ ব্যাপারে দৈনিক প্রভাকরের বার্তা সম্পাদক মো. আজহারুল ইসলাম চৌধুরী হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। এ ঘটনা জানাজানি হলে বিভিন্ন শ্রেণীপেশার লোকজন নিন্দা জানিয়েছেন। নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে হবিগঞ্জ প্রেসক্লাব। এদিকে, খবর জেনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দৈনিক প্রভাকরের সম্পাদক আব্দুল হালীম জানান, গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে প্রভাকরের বার্তা সম্পাদক মো. আজহারুল ইসলাম চৌধুরী তালা খুলে অফিসে প্রবেশ করে সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। এ সময় তিনি অফিসের প্রতিটি ড্রয়ার ভাঙা এবং ভেতরে থাকা সংবাদসংক্রান্ত ও অফিসের কাগজপত্র তছনছ অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক পুলিশে খবর দিলে সদর মডেল থানার এসআই খোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করবে পুলিশ। হবিগঞ্জ প্রেসক্লাবের নিন্দা ঃ দৈনিক প্রভাকরে নাশকতার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে হবিগঞ্জ প্রেসক্লাব। সভাপতি চৌধুরী মো. ফরিয়াদ ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদমহ কার্যকরি কমিটির সকল সদস্য অবিলম্বে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com