প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার করাগাও গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র (ইন্ক) সহ-সভাপতি ছাব্বির হোসেন ও সহ-সাধারণ সম্পাদক রোকন হাকিমের পিতা আলহাজ্ব আব্দুল হাকিমের লাশে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব করাগাও ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পূর্বে মরহুমের কর্মময় জীবনী নিয়ে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীসহ মরহুমে ২ ছেলে। এছাড়াও এলাকার মুরুব্বীয়ান মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। এ সময় বক্তারা বলেন-মরহুম আব্দুল হাকিম একজন ভালো মানুষ ছিলেন। মহান আল্লাহ তালা যেন তাকে বেহেশত নছিব করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্রের সময় বিকেল ৩টা ৫৮ মিনিটে ওয়েন নার্সিং হোম এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৭) বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৪ মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের লাশ মঙ্গলবার বিকেলে দেশে ফিরে।