ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে নাছির মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ১ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার স্থানীয় বেতুয়ার হাওড়ে এঘটনা ঘটে। নিহত শিশু নাছির মিয়া নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছোট আলীপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। অপরদিকে আহত কিশোর ফয়ছল মিয়া(১৬) নিহত নাসিরের বড় ভাই। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে নাছির মিয়া ও ফয়ছল মিয়া স্থানীয় বেতুয়ার হাওরে মাছ ধরতে যায়। সন্ধ্যার দিকে হঠাৎ আকাশে প্রচ- ঝড় ও বৃষ্টি শুরু হয় । এক পর্যায়ে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলে শিশু নাছির নিহত হয় ও ফয়ছল গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় কিশোর ফয়ছলকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরদিকে শিশু নাছিরের সুরত হাল তৈরী করেছে নবীগঞ্জ থানা পুলিশ। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমদ বজ্রাঘাতে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।