নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১৭ মে) সকালে উপজেলার বাংলা বাজার থেকে ভিকটিমসহ ওই দুই যুবকদের গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে সোমবার রাতে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত মোহন মিয়া (১৯) শহরের আনমনু গ্রামের আদালত মিয়ার ছেলে এবং জাহিদ মিয়া (২২) জাহিদপুর গ্রামের ছাও মিয়ার ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাওঁ গ্রামের সোলেমান মিয়ার জনৈকা মেয়ে গৃহবধুকে ফুসলিয়ে গত রবিবার (১৬ মে) বিকালে নবীগঞ্জ শহরের শিবপাশা এলাকায় একটি পরিত্যক্ত ঘরে নিয়ে এসে ধর্ষণের চেষ্টা করে। তাদের কবল থেকে কৌশলে পালিয়ে গিয়ে সোমবার ওই গৃহবধু মোবাইলে যোগাযোগের মাধ্যমে ধৃতদের বাংলাবাজার ডেকে নেয়। সেখান থেকে পালিয়ে যাবার সময় স্থানীয় জনতা তাদেরকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সমিরন দাশের নেতৃত্বে একদল পুলিশ বাংলাবাজারস্থল ঘটনাস্থলে গেলে জনতা আটককৃতদের পুলিশের নিকট সোর্পদ করেন। এ সময় ভিকটিম তাকে ওই লম্পটরা ধর্ষনের চেষ্টা করে মর্মে অভিযোগ করেন। পরে এ ব্যাপারে রাতেই সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। গত মঙ্গলবার সকালে তাদেরকে কোর্ট হাজতে প্রেরন করেন। এদিকে অপর একটি সুত্রে জানা গেছে, উক্ত গৃহবধু (ভিকটিম) রবিবার বিকালে উল্লেখিত দু’জনের সাথে শিবপাশা এলাকায় ওই পরিত্যক্ত টিনসেট ঘরে রাত্রি যাপন করে অসামাজিক কাজে জড়িত ছিল। ছেলে-মেয়ে উভয়ই অসামাজিক কাজের সাথে জড়িত বলে স্থানীয়দের অভিমত। তবে ধৃত মোহন মিয়ার বিরুদ্ধেও নারী কেলেংকারী, মাদক, চুরিসহ নানা অভিযোগ রয়েছে।