প্রেস বিজ্ঞপ্তি ॥ বি.এস.এস কোম্পানির নিবন্ধন হয়েছিল ইংলেন্ডের লন্ডন শহরে ২০১০ সালে। তখন বি.এস.এস এর প্রতিষ্ঠাতা জালাল শামীম সাকি ফ্রিলান্সারের কাজ করার পাশাপাশি তার আইটি কোম্পানীটি রেজিষ্ট্রেশন করেন। ২০১৪ সালে বাংলাদেশ এ চলে আসার পর হবিগঞ্জে কোম্পানিটির ট্রেড লাইসেন্স করে নিজে ফ্রিল্যানসিং করার পাশাপাশি হবিগঞ্জে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর ট্রেনিং করান। বেশির ভাগ কাজের ক্লাইন্টই আমেরিকা, কানাডা ও ইংল্যান্ড ভিত্তিক। বাংলাদেশে সরকারি-কাজের মধ্যে উল্লেখযোগ্য কাজটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটা প্রজেক্ট এ সার্ভার এড্মিনিস্ট্রেটর হিসেবে চুক্তিভিত্তিক কাজ করার অভিজ্ঞতা। বি.এস.এস এর প্রতিষ্ঠাতা জালাল শামীম সাকি বলেন, ২০১৪ সালে হবিগঞ্জের প্রথম আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং ট্রেইনার হিসেবে আমার আইটি প্রতিষ্ঠান এর পক্ষে ৬০ জনের ও বেশি মেম্বারদের নিয়ে হবিগঞ্জ এর আরডি হল প্রাঙ্গনের এক সেমিনার অনুষ্টিত হয়। আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র মাদ্ধমেই হবিগঞ্জে বি.এস.এস এর কার্যক্রম শুরু হয়।