প্রেস বিজ্ঞপ্তি ॥ দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেছে রোটারী ক্লাব অব হবিগঞ্জ। গতকাল শনিবার বিকেল ৩টায় স্থানীয় স্কাইকুইন চাইনিজ রেস্টুরেন্টে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গফফার আহমেদ। পিপি সুভাষ চন্দ্র দেবের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারিয়ান শহীদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু, তাহমিনা বেগম গিনি প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষাবৃত্তির টাকা পড়াশোনার কাজে ব্যয় করার আহবান জানিয়ে বলেন, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হতে হবে। তবেই শিক্ষাবৃত্তির সার্থকতা আসবে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ছড়া, কবিতা ও আবৃত্তি পরিবেশন করেন। এ বছর রোটারী এডুকেশন ট্রাস্ট ও রোটারী শিক্ষা সহায়তা প্রকল্পের আওতায় ২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।