স্টাফ রিপোর্টার ঃ হবিগঞ্জ সদর উপজেলার মশাজান সংলগ্ন মেরিট মটরসে হামলা চালিয়ে ভাংচুরসহ তিনজনকে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় ৫/৭ জন হামলাকারী এতে অংশ নেয়।
জানা যায়, মেরিট মটরসের স্বত্তাধিকারী নুরুল হুদার ভাইয়ের সাথে মটর সাইকেল চালানোর জের ধরে এই ঘটনার সুত্রপাত হয়। হামলায় আউশকান্দি গ্রামের মর্তুজ আলীর পুত্র সেতু মিয়া (২৫) ও বাহুবলের কাজি হাটা গ্রামের ডেঙ্গু মিয়ার পুত্র সামছু মিয়া (৩৭) সহ ম্যানেজারকে গুরুতর আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই সালামের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।