স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের উদ্যোগে ৪ শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গত রবিবার এই ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনর্বিাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ ফয়জুল বশির চৌধুরী সুজন, বাহুবল উজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ফারুক, দুলাল মিয়া, আব্দুল আহাদ, বাহুবল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক শাহেদ আলী, শ্রমিক লীগ নেতা মোশাহিদ আলী প্রমূখ।