রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে উপদেষ্টা ফরুক ই আজম বীর প্রতীক ॥ সত্যিকারের মুক্তিযোদ্ধারা যাতে সম্মানিত হন সে চেষ্টা করা হবে শহরে যুবককে ছুরিকাঘাত শহরের মাহমুদাবাদে শিশুকে জিম্মি করে বাসায় ছিনতাই নগদ অর্থ সহায়তা বিতরণকালে জি কে গউছ ॥ প্রতিশোধ পরায়ণ না হয়ে আওয়ামীলীগ নেতাদের সাথে সুন্দর ব্যবহার করছি স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশী এমপি ফয়সাল চৌধুরীকে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র (ইনক’র) উদ্যোগে গণসংবর্ধনা প্রদান ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তিকারী যুবকের নামে মামলা রোটারিয়ান মোহাম্মদ নোমান মিয়া’র ডক্টরেট ডিগ্রি অর্জন বাহুবল মিরপুর বাজারে ১৩ গ্রামের সংঘর্ষের ঘটনায় সালিশে নিষ্পত্তি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আটক ২ ॥ ইনাতগঞ্জে বৃদ্ধ নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তি করায় যুবক আটক ॥ থানা ঘেরাও

বিদায় মাহে রমজান ॥ আজ ২৮ রমজান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩৭৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ মাহে রমজানের ২৮তম দিবস। পবিত্র হাদিস শরীফেএই মাসকে ‘শাহরুল মুওয়াসাত’ বা সৌহার্দ্য ও সম্প্রীতির মাস হিসেবে চিত্রিত করা হয়েছে। এ মাসে মুসলমানরা পরস্পরের মধ্যে ইফতারি তথা আহারাদি বিনিময় এবং আহার করানো একটি উত্তম পন্থা ও সওয়াবের কাজ হিসেবে সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী (রাহমাতুল্লাহি তা’আলা আলাইহি) বলেন, ‘বন্ধু- বান্ধবকে দাওয়াত করে খাওয়ানো প্রচুর দান খয়রাত অপেক্ষা উৎকৃষ্ট। কারণ হাদিস শরীফে আছে যে, তিনটি বিষয়ে মানুষের নিকট থেকে কোন হিসাব গ্রহণ করা হবে না। তা হলো (১) রোজার নিয়তে শেষ রাতে যা খাবে, (২) ইফতারের সময় যা আহার করবে। (৩) বন্ধু-বান্ধবের সঙ্গে যা আহার করবে। প্রিয়নবী (সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেন ‘যে ব্যক্তি মুসলমান ভাইকে উদরপূর্ণ করে পানাহার করাবে, আল্লাহ তাঁকে দোযখের আগুন থেকে সাত খন্দক দূরে রাখবে, প্রত্যেক খন্দকের মধ্যবর্তী দূরত্ব হল পাঁচ শত বছরের পথ।’ প্রিয়নবী (সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম) আরও ইরশাদ করেন, ‘তোমাদের মধ্যে সে ব্যক্তিই উত্তম, যে ক্ষুধার্তকে আহার প্রদান করে’। আরেকটি হাদিসে মানুষকে পানাহার করানো ও পরস্পর সালাম বিনিময় করাকে প্রিয়নবী (সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম) উত্তম ইসলাম হিসেবে চিত্রিত করেছেন। কাউকে পানাহার করানোর সময় আপন আত্মীয়স্বজন, পাড়া-পড়শী ও এলাকার দরিদ্র জনসাধারণ বেশি হকদার। মনে রাখা প্রয়োজন যে, দরিদ্র আত্মীয়স্বজনকে আহার করানো সাদকাহ থেকেও উত্তম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বি আল্লাহ তা’আলা আনহুমা) থেকে বর্ণিত আছে, আমাদের আক্কা ও মাওলা হযরত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম ‘সে ব্যক্তি মুসলমান নয়, যে উদয় পূর্তি করে খায়, আর তার প্রতিবেশী উপোস থাকে।’ (বায়হাকী) হাদীস শরীফে আরও বর্ণিত আছে যে, দরিদ্র অভাবী মুসলমানদের খাওয়ালে স্বয়ং আল্লাহকেই খাওয়ানো হয়। অথচ আল্লাহু তা’আলা পানাহার থেকে পবিত্র। যিনি পানাহার করালেন তার জন্য দো’য়া করা কর্তব্য। আমাদের প্রিয়নবী (সাল্লল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম) বলতেন, আল্লাহুম্মা আত্ময়িম মান আত্ম’আমানী ওয়া আসক্বি মান সাক্বানী অর্থাৎ হে আল্লাহ আমাকে যিনি খাওয়ালেন, তুমি তাকে আহার করাও। আর যে আমাকে পান করালেন, তাকে তুমি পান করাও।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com