মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি ও জয়নগর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার উবাহাটায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভ্যাট বহাল রাখার দাবীতে জেলা প্রশাসকের কাছে রেস্তোরা মিষ্টি ও বেকারি মালিক সমিতির স্মারকলিপি শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি বরণ অনুষ্ঠিত মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জের সবচেয়ে বয়োবৃদ্ধ নারী দিলকাছ মেম্বারের মাতার ইন্তেকাল এলাকায় শোকের ছায়া শিক্ষা উপকরণ বিতরণকালে জিকে গউছ ॥ কোনো দুষ্ট লোক বিএনপি করতে পারবে না

নবীগঞ্জে সরকারী ভিজিএফ’র টাকা ছিনতাই ॥ ৩ ঘন্টা পর উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৫৪৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর টাকা বিতরণকালে গতকাল সোমবার বিকালে ইউপি অফিস থেকে মনির মিয়া নামে এক ছিনতাইকারী প্রায় ২ লাখ টাকা ব্যাগসহ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় ছিনতাইকারীর কবল থেকে প্রায় ৩ ঘন্টা পর ছিনতাইকৃত টাকা গুলো উদ্ধার করা হয়েছে। তবে ছিনতাইকারী মনির রির্পোট লেখা পর্যন্ত রয়েছে অধরা। স্থানীয় সুত্রে জানাযায়, সারাদেশের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর নগদ অর্থ উপজেলার করগাওঁ ইউনিয়নে বরাদ্ধ দেয়া হয়। উক্ত বরাদ্ধের টাকা গত ৫ এপ্রিল নবীগঞ্জ সোনালী ব্যাংক থেকে উত্তোলন করে চেয়ারম্যান ছাইম উদ্দিন গত ৬ ও ৮ এপ্রিল ৬টি (১. ২, ৩, ৪, ৫ ও ৭) ওয়ার্ডে ভিজিএফ কার্ডধারীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। গতকাল সোমবার ইউপি অফিসে সকাল থেকে ওই ইউনিয়নের ৬/৮ ও ৯ নং ওয়ার্ডের ভিজিএফ কার্ডধারীদের মাঝে উক্ত টাকা বিতরণ করেন। কিন্তু অজ্ঞাত কারনে প্রায় ৪ শত ১৮ জন কার্ডধারী অনুপস্থিত থাকেন। ফলে ১ লাখ ৮৭ হাজার ৮০০ টাকা বিতরণ করা হয়নি। ভিজিএফ প্রাপ্ত তালিকাভুক্তির অনুপস্থিত লোকজনের প্রায় ১ লাখ ৮৭ হাজার ৮ শত টাকা চেয়ারম্যান ছাইম উদ্দিনের ব্যক্তিগত সেক্রেটারী করগাওঁ গ্রামের সবুজ মিয়া ব্যাগে করে সংরক্ষন করার সময় ছোট সাকুয়া গ্রামের হাজী রহিম উল্লার ছেলে মনির মিয়া প্রকাশ্যে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। লোকজন তার পিছনে ধাওয়া দিয়েও তাকে ধরতে পারেন নি। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই অমিতাভের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় ছিনতাইকারী ও ছিনতাইকৃত টাকা উদ্ধারে প্রানপণ চেষ্টা করেন। এক পর্যায়ে ঘটনার প্রায় ৩ ঘন্টার মাথায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উল্লেখিত ছিনতাইকৃত টাকা গুলো উদ্ধার করেন। তবে রির্পোট লেখা পর্যন্ত ওই ছিনতাইকারীকে গ্রেফতার করার খবর পাওয়া যায়নি। ঘটনাটি ওই এলাকায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। চাঞ্চল্যকর এ ঘটনার তীব্র নিন্দা ও ছিনতাইকারীকে গ্রেফতার পুর্বক দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছেন স্থানীয়রা। অপর একটি সুত্রে জানাগেছে, উক্ত মনির মিয়া ইতিপুর্বে জাল টাকার ব্যবসার দায়ে দীর্ঘদিন হাজতবাস করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com