নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য বিএনপি নেতা তানহা চৌধুরীর পক্ষ নবীগঞ্জ উপজেলার কয়েক শতাধিক দু:স্থ-আসহায়দের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত রোববার দুপুর ২টায় উক্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্টানে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহব্বায়ক তৌহিদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক অনোয়ার হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, পৌর বিএনপি নেতা, ছায়াদ আহমেদ, সাহেল আহমেদ প্রিন্স, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য ফোয়াদ হাসান রাজন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক, সাইফুর রহমান রাজন। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা রায়হানুল বারী, ছাত্রদল নেতা, রবিন আহমেদ সেজু, মোঃ জুনু মিয়া, সাকিল আহমেদ প্রমুখ। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী শেফু বলেন, নবীগঞ্জের কৃতি যুক্তরাজ্য বিএনপি নেতা তানহা চৌধুরী তালহা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, বৈশ্বিক মহামারি করোনা ক্রাইসিস সহ দেশ জাতীর ক্লান্তি লগ্নে অতীতেও নবীগঞ্জ-বাহুবলের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ত্রান সামগ্রী বিতরণ সহ বিভিন্নভাবে সাহায্যের হাতকে প্রসারিত করেছিলেন, দেশনেত্রীর সুস্থতা কামনায় (ঈদ উপহার সামগ্রী বিতরণ) তার আজকের এই মহতী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আল্লাহ্ যেন দেশনেত্রীকে দ্রুত সুস্থতা দান করেন। পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।