শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

শহরের পুরাণ মুন্সেফী এলাকাবাসীর অসচ্ছলদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাণ মুন্সেফী এলাকাবাসীর উদ্যোগে পুরাণ মুন্সেফী, ঝিলপাড় ও উত্তর শ্যামলী এলাকার অসচ্ছলদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত রোববার বিকেলে পুরাণ মুন্সেফী রামচরণ স্কুল মাঠ প্রাঙ্গণে দুই শতাধিক অসচ্ছলদের মধ্যে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরীর পরিচালনায় ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র ও রেডক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আবুল মনছুর, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল হাসান শরীফ, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, পুরাণ মুন্সেফী এলাকার বিশিষ্ট মরুব্বি মোঃ শাহাব উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগ নেতা তজম্মুল হক চৌধুরী, ফয়সল চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকু, বর্তমান সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, জেলা কৃষকলীগ নেতা শফিকুল আলম চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, বাদল রায়, দেলোয়ার হোসেন চৌধুরী দিলু, সাদিকুর রহমান রাজু, প্রদীপ দাশ সাগর, শাকিল চৌধুরী, মুরাদ ইবনে সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন, সুমন রায়, কামরুল হুদা চৌধুরী সুমন, মিজু আহমেদ রতন, এডভোকেট দেওয়ান জাকারিয়া ইসলাম, আসিফ হাসান রুহেব, সামছুজ্জামান স্বপন, জামিল চৌধুরী, জুবায়ের আহমেদ, মেহেদী হাসান ফাহিম, নিরঞ্জন গোস্বামী শুভ ও সাদমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, আমি এই পুরাণ মুন্সফী এলাকায় অনেক দিন বসবাস করেছি। তাই পুরাণ মুন্সেফী এলাকাবাসির জন্য কিছু করতে পারলে আমার ভাল লাগবে। এলাকাবাসির দাবীর প্রেক্ষিতে মেয়র আতাউর রহমান সেলিম পুরাণ মুন্সেফী এলাকার পুকুর পাড়ে লাইট স্থাপনসহ সৌন্দর্য বর্ধনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও ঈদ সামগ্রী বিতরণ শেষে অসহায় এসব মানুষদের হাতে ইফতারী তুলে দেন মেয়রসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com