প্রেস বিজ্ঞপ্তি ॥ ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের পক্ষ থেকে ১৮০টি অস্বচ্ছল পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে। গতকাল সোমবার জেলা শহরের আমির চান কমপ্লেক্সের মহিমা কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এগুলো বিতরণ করা হয়েছে। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ এই পরিবারগুলোকে চাল, ডাল, তেল, চিনি, ময়দা, পেয়াজ, আলু ও সেমাই দিয়েছে সংগঠনটি। এছাড়া কিছু মানুষকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন তাঁরা। সংগঠনের সমন্বয়ক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জের সভাপতি পীযূষ চক্রবর্তী, হবিগঞ্জ খোয়াই থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। আবু হেনা মোস্তফা কামাল জানান, করোনা সংক্রমনের কারণে অসংখ্য মানুষ অর্থনৈতিক সংকটে পড়েছেন। অনেকেই সংকোচ বোধ করে কারো কাছে সহায়তা চাওয়া থেকে বিরত থাকছেন। এমন মানুষদেরকে খঁজে এনে আমরা সামর্থ অনুযায়ী উপহার দেয়ার চেষ্টা করেছি। আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের যুগ্ম সমম্বয়ক ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, সদস্য একেএম নাছিম, মোঃ সোহরাব খান, অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, ইসমাইল আহমেদ সেলিম, উজ্জ্বল রায়, সাংবাদিক নুরুজ্জামান চৌধুরী শওকত, প্রদীপ দাশ সাগর, শাকীল চৌধুরী, বাসদ নেতা কমরেড হুমায়ুন খান, পৌর আওয়ামী লীগ নেতা শাহবাজ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য বিপ্লব রায় চৌধুরী।