স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের ঈদ উপহার দিলেন জেলা প্রশাসক। গত রবিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সভাকক্ষে এসব ঈদ সামগ্রী প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের হাতে তুলে দেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) মর্জিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, এনডিসি শাহ জহুরুল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, মোঃ ইসমাইল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু এসময় উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার করোনাকালে বাংলাদেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করে আসছেন। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলায় করোনায় কর্মহীন মানুষের মাঝে সরকারের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। তিনি স্বাস্থ্য বিধি মেনে হবিগঞ্জবাসীকে ঈদ উদযাপন করার আহ্বান জানান।