মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাও গ্রামস্থ চেঙ্গার বাজার হইতে মাধবপুরগামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ভারতীয় ১৪৭ বোতল ফেনসিডিল সহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে কাশিমনগর ফাড়ির পুলিশ। আটক দুই মাদক বিক্রেতারা হলো, মোঃ তানভীর মিয?া (২৮) পিতা মোঃ তাজুল ইসলাম গ্রাম বর্ষিজোড়া থানা ও জেলা মৌলভীবাজার, এবং মোঃ সোহাগ মিয়া (১৯) গ্রাম নিজনগর থানা মাধবপুর জেলা হবিগঞ্জ। গতকাল সোমবার রাতে ১০ টা দিকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই উত্তম দাস ও এএসআই গোলাম মোস্তফা নেতৃত্বে একদল পুলিশ চৌমুহনী ইউনিয়নের তিনগাও চেঙ্গার বাজার হতে মাধবপুর গামী পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই যুবককে আটক করা হয়। এ ঘটনায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই উত্তম দাস জানান এদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।