মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হলুদ রঙের তরমুজ। কেউ বলছেন ‘রক মেলন’ কেউ বলছেন গোল্ডেন ক্রাউন। তবে নাম যাই হোকে, বৈশাখের খরতাপে রসালো স্বাদ মিটাতে এই ফলের জুড়ি নেই। রসে ভরা নতুন জাতের এই তরমুজ চাষ হচ্ছে বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে। ইকরাম গ্রামের চাষি আল আমিন নিজ উদ্যোগে এই তরমুজের চাষ করেছেন। ফলনও এসেছে বেশ। আল আমিন জানান, জানুয়ারীর মাসের শেষ দিকে বানিয়াচং উপজেলার স্থানীয় কৃষি অফিস থেকে বীজ সংগ্রহ করেন তিনি। এরপর নিজের ২৮ শতক জমিতে শুরু করেন চাষ। আল আমিন ইতিমধ্যে প্রায় ১ লাখ টাকার উপরে তরমুজ বিক্রি করেছেন। প্রতি পিছ তরমুজ বিক্রি হয়েছে ৪০০ টাকা দরে। আল আমিন বলেন, স্বল্প মেয়াদি এই ফল উৎপাদন তার খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। পরিপক্ক ফলের বাইরের রঙ হলুদ হলেও ভেতরে লাল। খেতে অন্যান্য জাতের তরমুজের চেয়ে রসালো, সুস্বাদু ও মিষ্টি। বীজ বোপনের মাত্র ৪০ থেকে ৫০ দিনেই গাছে ফল ধরে। পরিপক্ক হতে সময় লাগে ২০ দিন। ওজন হয় তিন থেকে সাড়ে চার কেজি পর্যন্ত। বীজ বপনের দিন থেকে ২ মাসের মধ্যেই ফল বিক্রি শুরু করা যায়। মাচায় চাষ করলে অধিক ফলন পাওয়া যায়। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে আল আমিন নতুন জাতের তরমুজ চাষ করে লাভবান হয়েছেন। কৃষি বিভাগ বলছে, রকমেলন বা গোল্ডেন ক্রাউন সম্ভবত সবচেয়ে বেশি চাষ হয় আফ্রিকায়। তবে সম্প্রতি বাংলাদেশের হবিগঞ্জ, দিনাজপুর, নওগাঁ, রাজশাহীসহ বেশ কিছু জেলায় সীমিত আকারে চাষ শুরু হয়েছে। বাজারে অন্য তরমুজের চেয়ে চাহিদা বেশী থাকায় চাষিরা এই ফল চাষ করে লাভবান হচ্ছেন। বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক জানান, আল আমিনের সাফল্য দেখে স্থানীয় অনেক কৃষকই গোল্ডেন ক্রাউন চাষে উব্ধ্দ্ধু হচ্ছেন। আগামীতে এই ফলের চাষ ছড়িয়ে দিতে কৃষি বিভাগ কাজ শুরু করেছে। পরীক্ষা মূলক চাষে প্রথমেই ব্যাপক সাফল্য পাওয়ায় আগামীতে অনেক কৃষকই গোল্ডেল মেলন চাষে আগ্রহ প্রকাশ করেছেন। বানিয়াচংয়ের আবহাওয়ায় এটা বেশ মানিয়েছে বলেও জানান কৃষি কর্মকর্তা এনামুলক হক।