প্রেস বিজ্ঞপ্তি ॥ শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ এর উদ্দোগে সোমবার দুপুরে শিবপাশা শাহ ওয়ালিউল্লাহ হাফিজিয়া এতিমখানার ২৫ জন এতিম হাফিজদেরকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে এ সহায়তা বিতরণ করেন মাষ্টার জাহিদুল ইসলাম চৌধুরী সুমন,সাংবাদিক শরিফ চৌধুরী ও বিপলু চৌধুরী অনুষ্ঠানে ভার্চুয়ালী ইংল্যান্ড থেকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ হালিম উদ্দিন নূরী। সাংবাদিক শরিফ চৌধুরীর পরিচালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একে এম আজাদ চৌধুরী, ৬নং ওয়ার্ড এর মেম্বার মোঃ আর্শাদ মিয়া, আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদ্রাসার সুপার মাও. আব্দুল আলিম, মাদ্রাসার শিক্ষক হফিজ শাহজাহান মিয়া, এলাকার মুরুব্বি খাইরুল ইসলাম চৌধুরী, মকবুল মিয়া, আলফাজ আহমেদ ছোটন প্রমূখ। অনুষ্টানের শেষে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাও. আব্দল আলিম।