নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাহুবল সার্কেলের এ, এসপি পারভেজ আলম চৌধুরী এডিশনাল এসপি পদে পদোন্নতি পাওয়ায় গতকাল ১০ মে সোমবার বিকালে হোটেল আরজুতে স্বাস্থ্যবিধি অনুুুুসরণ করে নবীগঞ্জ প্রেসক্লাব নের্তৃবৃন্দের সাথে ইফতার ও মতবিনিময় সভায় মিলিত হন। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম তালুকদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুুুরী, সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি এটিএম সালাম, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমদ, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুুরী শামীম, অর্থ সম্পাদক শওকত আলী, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মোঃ সরওয়ার শিকদার, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মোঃ তোফাজ্জল হোসেন, নির্বাহী সদস্য এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এম এ আজাদ ও মুরাদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক রাকিল হোসেন, সলিল বরন দাশ, সাংবাদিক মুহিবুর রহমান, জাকির হোসেন চৌধুরী, তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী, সেকেন্ড অফিসার সমীরন দাশ, এস আই শামসুুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, প্রেসক্লাবের সহ সভাপতি শাহ সুলতান আহমদ। মতবিনিময় শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে এ এসপি পারভেজ আলম চৌধুরী হাতে উপহার তুলে দেওয়া হয়।