স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র হবিগঞ্জ প্রবাসিদের সামাজিক সংগঠন ‘হৃদ্যতা হবিগঞ্জ’র উদ্যোগে দরিদ্রদের মাঝে অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হবিগঞ্জ টিভি জর্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক আহ্বায়ক রোটারিয়ান ফজলুর রহমান লেবু। বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ ও সদর থানার ওসি অপারেশন নাজুমল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, প্রবাসে থেকেও দেশের সেবায় নিজেদের আত্মনিয়োগ করার উদ্দেশ্যেই হবিগঞ্জ প্রবাসি বন্ধুরা হৃদ্যতার মত সামাজিক সংগঠন গড়ে তোলেছে। এই সংগঠনের মাধ্যমে তারা হবিগঞ্জের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে। বিদেশে উপার্জিত অর্থ তারা হবিগঞ্জের সামাজিক উন্নয়নে ব্যয় করছে। যা অন্যদের জন্য অনুকরনীয়। তাদের এই ভূমিকার প্রশংসা করে পুলিশ সুপার আরো বলেন, ভবিষ্যতে হৃদ্যতা তাদের সামাজিক কর্মকান্ড আরো বিস্তৃত করবে। অনুষ্ঠান শেষে ৬০ জন গরিব ও অসহায়দের মাঝে নগদ ১ হাজার টাকা, ১টি সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসি হাবিবুর রহমান শাহীন, মোঃ এনামুল হক চৌধুরী ও যুক্তরাষ্ট্র প্রবাসি বদরুল আলম শাহীন, মীর আবুল বাশার সোহেল ও সফিক মিয়া ‘হৃদ্যতা হবিগঞ্জ’ গড়ে তোলেন। ইতিমধ্যেই এই সংগঠনের উদ্যোগে শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে হুইল চেয়ার প্রদানসহ খুলনা জেলার মাহমুদহাটি মসজিদে মোয়াজ্জিনের প্রতি মাসের বেতন দেয়া হচ্ছে।