প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পইল নিউ বন্ধন সমবায় সমিতির উপদেষ্ঠা সাহেব আলী সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা ২০১৪ স্বর্ণ পদক ও উদিয়মান বাংলাদশে কর্তৃক স্বর্ণ পদক লাভ করায় তাকে সংবর্ধনা প্রদান করেছেন পইল নিউ বন্ধন সমবায় সমিতি। গত ১২ জুন রাতে সংগঠনের কার্যালয়ে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাসেম-এর পরিচালানয় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন-ইউপি মেম্বার মোঃ ছন্দু মিয়া, এডঃ এমরান হোসেন রুহেল, এম আব্দুল আলী। এতে উপস্থিত ছিলেন-নিউ বন্ধন সমবায় সমিতির সহ-সভাপতি মোঃ নায়েব আলী, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ অপু, অর্থ সম্পাদক কামরুল হাসান জুনু, সদস্য এডঃ জহুর আলী, বুলবুল আহমেদ বুলু, তপন মিয়া, আশরাফ উদ্দিন, কামাল মিয়া, এনাম মিয়া, বাবুল মিয়া, মখলিছ মিয়া, আবু নাসের প্রমূখ। আলোচনা সভা শেষে ইউপি চেয়ারম্যান সাহেব আলীকে নিউ বন্ধন সমবায় সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।