স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রতিদিনের বাণীর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়ার রোগমুক্তি কামনায় হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় প্রতিদিনের বাণী অফিসে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা হকার্স সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন খান। সাধারণ সম্পাদক আশরাফুল আলম সবুজ, সহ-সভাপতি মোঃ আব্দুন নুর, শাহীন মিয়া, কোষাধ্যক্ষ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক ফজল মিয়া, যুগ্ম সম্পাদক আলীম উদ্দিন ও ইসলাম উদ্দিন খান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদস্য নাছির উদ্দিন, জালাল মিয়া, ফারুক মিয়া, রুবেল মিয়া, দুলাল মিয়া, কাজল মিয়া প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন উমেদনগর হযরত শাহজালাল সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক উস্তাজুল হুফ্ফাজ হাফিজ ক্বারী এবাদুল হক চৌধুরী। দোয়া মাহফিলে মোহাম্মদ শাবান মিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।