প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন গতকাল সম্পন্ন হয়েছে। দীর্ঘ একমাস প্রচার, উৎসাহ আর উদ্দীপনার মধ্যে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে ২৬৭ জন ভোটারের মধ্যে ২৬৪ জন ভোট প্রয়োগ করেন। বাতিল হয়েছে ৬টি ভোট। নির্বাচনে সভাপতি পদে মোঃ আব্দাল মিয়া ৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি শিবলী মিয়া পেয়েছেন ৬৩ ভোট। সহ-সভাপতি পদে আঃ আজিম ১০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি জুয়েল মিয়া পেয়েছেন ১১০ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ জসিম উদ্দীন ১৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি সাহাব উদ্দীন পেয়েছেন ৭৯ ভোট। ক্যাশিয়ার পদে মোঃ সোলেমান আলী ১০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সেলিম রেজা পেয়েছেন ৯০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাইফুর রহমান ১০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ফুল মিয়া পেয়েছেন ৫৯ ভোট। উক্ত কমিটি তিন বছর পর্যন্ত দায়িত্ব পালন করবে।