স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে ট্রাক্টর চালকের চাপায় সোহাগ মিয়া (৮) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে। সে ওই গ্রামের সাগরকোনা এলাকার সাজন মিয়ার পুত্র ও স্থানীয় প্রাইমারী স্কুলের ২য় শ্রেণির ছাত্র। গতকাল শুক্রবার বিকেলে বাড়ির পাশে প্রাইমারী স্কুলের সামনে খেলার সময় একটি মাটিবোঝাই ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি মোঃ মাসুক আলী।