স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় বাস উল্টে কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছে। এর মাঝে ৫ জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, মাধবপুরগামী একটি যাত্রীবাহি বাস নতুন ব্রীজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহত অবস্থায় মনোয়ার হোসেন, ফয়েজ আহমেদ, আতিক মিয়া, সোহেল মিয়া, খলিল মিয়া, বাদল মিয়া, জুনু মিয়া, কাছম আলী, রুবেল ও আশিকুলকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।